আরণ্যক ঘোষ ECA রাপিড রেটিং ওপেন ২০২৫ বিজয়ী

IM আরণ্যক ঘোষ, বেদান্ত গর্গ, শৌর্য চৌধুরী এবং স্পর্শ যাদব এই চারজনের প্রত্যেকেই ৮ পয়েন্ট করেন। আরণ্যকের টাই-ব্রেক স্কোর ভালো হওয়ার দরুণ তিনি ECA রাপিড রেটিং ওপেন ২০২৫ চ্যাম্পিয়ন হন। বাকি তিনজন খেলোয়াড় দ্বিতীয় থেকে চতুর্থ স্থান লাভ করেন। তাঁদের মধ্যে শুধু আরণ্যক ও বেদান্ত অপরাজিত থাকেন। মোট পুরস্কার মূল্য ছিল ₹৭৫০০০০। প্রথম তিনটি পুরস্কার ছিল ₹৫০০০০, ₹৪০০০০ ও ₹৩০০০০ সঙ্গে একটি করে ট্রফি। এমিনেন্ট দাবা একাডেমী এই দুইদিনব্যাপী নয় রাউন্ড রাপিড রেটিং ওপেন টুর্নামেন্টের আয়োজন করেছিলেন জওহরলাল নেহেরু স্টেডিয়াম, নতুন দিল্লী ২৬শে ও ২৭শে এপ্রিল ২০২৫। এটি আরণ্যকের বছরের প্রথম রেটিং টুর্নামেন্ট বিজয়প্রাপ্তি। ছবি: জয়দীপ শর্মা / এমিনেন্ট দাবা একাডেমী