শুভায়ন কুন্ডু শীর্ষস্থান অধিকার করেন তৃতীয় দিলু ধর মেমোরিয়াল রেটিং ওপেন ২০২৫

IM শুভায়ন কুন্ডু ৯ রাউন্ডে ৮ পয়েন্ট করে তৃতীয় দিলু ধর মেমোরিয়াল রেটিং ওপেন ২০২৫ চ্যাম্পিয়ন হয়েছেন। শুভায়ন বাকি প্রতিযোগীদের থেকে অর্ধেক পয়েন্ট এগিয়ে শেষ করেছেন। IM বিক্রমাদিত্য কুলকার্নি ও অভ্রজ্যোতি নাথ ৭.৫ পয়েন্ট করেন। টাই-ব্রেক অনুযায়ী তাঁরা দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেন। টুর্নামেন্টের মোট পুরস্কার মূল্য ছিল ₹৭৫০০০০। প্রথম তিনটি পুরস্কার ছিল ₹১১১০০০, ₹৭১০০০ and ₹৫০০০০ সঙ্গে একটি করে ট্রফি। সিদ্ধানন্দজী এডুকেশন ট্রাস্ট এই পাঁচদিনব্যাপী নয় রাউন্ডের রেটিং ওপেন টুর্নামেন্টের আয়োজন করেছিলেন নীড় দি ব্যাংকোয়েট, শিলচর, আসামে ২8 থেকে ২৮সে জানুয়ারী ২০২৫। এটি শুভায়নের বছরের প্রথম টুর্নামেন্ট বিজয়প্রাপ্তি। ছবি: FA প্রণব কুমার নাথ