অর্পণ দাস তৃতীয় সকাতম রেটিং ওপেন ২০২৫ চ্যাম্পিয়ন

অর্পণ দাস, IM সোমক পালিত ও IM বিক্রমাদিত্য কুলকার্নি তিনজনের প্রত্যেকেই ৮.৫ পয়েন্ট করেন, তৃতীয় সকাতম রেটিং ওপেন ২০২৫। অর্পণ টাই-ব্রেকে চ্যাম্পিয়ন হন। সোমক এবং বিক্রমাদিত্য দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন যথাক্রমে। মোট পুরস্কার মূল্য ছিল ₹৬০০০০০। প্রথম তিনটি পুরস্কার ছিল ₹৭০০০০, ₹৫০০০০ এবং ₹৩৫০০০ সঙ্গে একটি করে ট্রফি। HBM সোসাইটি ও নর্থইস্ট চেস ইন্ডিয়া এই পাঁচদিনব্যাপী দশ রাউন্ডের রেটিং টুর্নামেন্টের আয়োজন করেছিলেন ভোগেশ্বরী ফুকাননি ইন্ডোর স্টেডিয়াম, গুয়াহাটি, অসম ২৬শে থেকে ৩১সে মার্চ ২০২৫। ইহা অর্পণের দ্বিতীয় রেটিং টুর্নামেন্ট বিজয় এই বছরে।